Login Register
আমার স্বপ্ন --কিছু কথা ও একটি আলোচনা

অনলাইন জগতে বন্ধু banglamaxএর সঙ্গে জোট বাঁধার আগে আমি একটি সাইট করেছিলাম স্বরচিত.ইন (২০১৫-২০১৯) নামে। মোট চারবছর সাইটটি অনলাইনে থাকলেও সাইটটির উদ্দেশ্য সম্পর্কিত কিছু বিধিনিষেধ থাকায় সেটি লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়। অন্তত সাইটটি বন্ধ করার আগে পর্যন্ত আমার সেটিই মনে হয়েছে। সাইটটির প্রধান উদ্দেশ্য ছিল নতুন নতুন লেখক ও কবি-রচয়িতাদের লেখা সবার সামনে উপস্থিত করা। আমার মত অনেকেই শখের ঝোঁকে গল্প-কবিতা-উপন্যাস-ছবি-প্রবন্ধ অনেক কিছুই লিখি। কেউ কেউ হয়তবা নামী দামী পত্রিকাতে সেসব পাঠাইও। কিন্তু হয়ত মনোনীত হয় না বলে কোনো দিন ছাপার অক্ষরে প্রকাশিত হয় না। হয়ত সেসব রচনা নামী-দামী প্রতিষ্ঠানের মানের মাপকাঠিতে উৎরায় না, নয়ত তারা তারুণ্য ও নতুনত্বকে পাত্তা দেয় না। কারণ যাই হোক না কেন, নীট ফল এই যে রচয়িতা হিসাবে আমাদের স্বপ্ন অধরাই থেকে যায়। স্বরচিত.ইন এর উদ্দেশ্য ছিল নবাগত লেখক-রচয়িতাদের সঙ্গে জগতের পরিচয় ঘটানো। স্বরচিত.ইন বন্ধ করার পরে প্রতিলিপি সাইটের খোঁজ পাই(যদিও ওটা আরও আগে এসেছিল) যেটা বর্তমানে সেই কাজই করছে যেটার স্বপ্ন আমি দেখেছিলাম। একাধিক আঞ্চলিক ভাষায় অ্যাপের মাধ্যমে বর্তমানে প্রতিলিপি যথেষ্ট জনপ্রিয় মাধ্যম। তবে সেটিতে সেই বিধিনিষেধ নেই যেটা স্বরচিত.ইন এ ছিল--অর্থাৎ রেজিস্টার না করলে স্বরচিত.ইন এ প্রকাশিত কোনোও লেখা কেউ পড়তে পারত না যেটা প্রতিলিপিতে নেই। ওখানে যে কেউ যে কোনো লেখা পড়তে পারে। রেজিস্টার করার দরকার পড়ে না। বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে। কারণ ওই বিধিনিষেধটা লেখকের রচনা কপি করে অন্য কেউ যাতে ব্যবহার না করতে পারে, তা রোখার জন্য বানানো হয়েছিল। তবে কি আমার ধারণায় কিছু ভুল হয়েছিল? জানি না।

বর্তমানে প্রতিলিপি ছাড়াও বাংলা ভাষায় আরও অনেক অনলাইন লেখা প্রকাশের উপায় রয়েছে। মাঝে মাঝে খুঁজতে গিয়ে সেরকম সাইটের খোঁজও পাই, তবে সেগুলি প্রতিলিপির মত অত জনপ্রিয় নয় বটে, তবে সেগুলিও কিছু কম নয়। এই লেখার উদ্দেশ্য আমার দুটি :: আমার স্বপ্ন স্বরচিত.ইন কে কী আর একবার ফিরিয়ে আনার ব্যবস্থা করা যায় না? উত্তর যদি না হয় তবে আর কথা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আর যদি হ্যাঁ মনে হয়, দয়া করে এখানে জানাবেন। তবে শুধু হ্যাঁ উত্তর নিয়েই এই আলোচনাটা শেষ করা আমার উদ্দেশ্য নয়, আমি জানতে চাই, মুগ্ধবাংলার সদস্যদের কি আমরা এই স্বপ্ন পূরণে পাশে পাবো? আপনাদের মধ্যে কি আমার মত এমন কেউ আছেন, যে নিয়মিত গল্প/কবিতা/উপন্যাস/প্রবন্ধ বা এরকম কিছু লেখেন এবং তা অনলাইনে/অফলাইনে প্রকাশের মাধ্যম খুঁজছেন? যদি থেকে থাকেন, তবে আপনি কি আমার সঙ্গে এই যাত্রায় সঙ্গী হবেন?

আরও একটি কথা, স্বরচিত.ইন এ শুধু রেজিস্টার করলেই লেখা পড়া যেত, তা নয়, ওতে আরও বেশ কিছু সুবিধা ছিল যেমন ১) লেখা সরাসরি টেক্সট বা ইমেজ হিসাবে পোস্ট করা যেত, ২) মুগ্ধবাংলায় যেমন ক্রেডিট সিস্টেম রয়েছে, ওতেও সেরকম ক্রেডিট সিস্টেম ছিল। কারণ, কোনোও কোনও লেখা লেখক চাইলে বিনামূল্যে কেউ পড়তে পারত না। রীতিমত পেমেন্ট করে বা ক্রেডিট জমিয়ে তবেই তা পড়ার অনুমতি পাওয়া যেত। এতে লেখকের আর্থিক সুবিধা হত, ওই ক্রেডিটকে সে টাকায় রূপান্তরিত করে পেমেন্ট পেতে পারত (তবে সাইটে এই সুবিধা থাকলেও ওই ক'বছর এটা ব্যবহারের প্রয়োজন পড়েনি)। ৩) লেখক চাইলে সেসব লেখা সরাসরি তার প্রিয়জনদের শেয়ার করতে পারত সহজেই; ইত্যাদি।
এখন, যদি মুগ্ধবাংলার পাশাপাশি, স্বরচিত.ইন বা অন্য কোনো নতুন নামে ওই মাধ্যমটিকে ফিরিয়ে আনতে হয়, তাহলে কোন কোন বিষয়গুলি থাকা দরকার , কোন কোন সুবিধা থাকা প্রয়োজন আর কোনটা নয়, সেটা কেউ যদি পরামর্শ দেন, তবে বাধিত হই।

আশা করি আপনাদের সুপরামর্শ থেকে বঞ্চিত হব না।

11th July, 2022 8:38 AM
Comments
#1
This post has been delete for public view. Only post creator and admins can view it.

12th July, 2022 9:02 AM Last Edit by Takwani on 12th July, 2022 9:04 AM
#2

আপনি অনেক ভালো একটি প্রস্তাবনা দিয়ে মানুষের সুপ্ত সৃজনশীলতা প্রকাশের সুযোগ দিচ্ছেন। রেজিস্ট্রী ও ক্রেডিট সিস্টেম চালু করলে শৃঙ্খলা থাকবে। প্রাথমিকভাবে ক্রেডিট সিস্টেম শুধুমাত্র লগিন, লাইক/কমেন্টসের মাধ্যমে রেখে পরে ক্রেডিট কিছুটা জমা হওয়ার পর গল্প/কবিতা/উপন্যাসের জন্য ক্রেডিট অফার রাখলে কেউ উৎসাহিত হয়ে লিখবেন। আপনাকে অশেষ ধন্যবাদ সুন্দর এই সম্ভাবনা প্রকাশের জন্য।


23th July, 2022 11:08 AM
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)